মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খাদ্য অধিদফতরে নিয়োগ দুর্নীতি!

নিজস্ব প্রতিবেদক

খাদ্য অধিদফতরে নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রণালয়ের এক উপসচিব ও তিন পরিচালকসহ আরও ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ৮ কর্মকর্তা অধিদফতরের নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডের সদস্য ছিলেন। গতকাল দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য উপ-পরিচালক হামিদুল হাসান তাদের কাছে নোটিস পাঠিয়েছেন। নোটিস যাদের নামে পাঠানো হয় তারা হলেন— খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব কে এম মাহবুবুর রহমান, অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ জাকির হোসেন, মোশারফ হোসেন ও তোফাজ্জল হোসেন। আরও রয়েছেন উপ-পরিচালক আনোয়ার হোসেন, ধরিত্রী কুমার সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট নূরুল ইসলাম। নোটিসে আগামী ১০ ডিসেম্বর সকাল ৯টা  থেকে ২৩ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে বিভিন্ন সময়ে দুদক কার্যালয়ে হাজির হতে তাদের বলা হয়েছে। দুদকের অনুসন্ধানে ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চলতি বছরের ৭ অক্টোবর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ৫৩ কর্মকর্তাকে আসামি করা হলেও ভাইভা  বোর্ডের কোনো সদস্যকে আসামি করা হয়নি।

সর্বশেষ খবর