বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুখ খুলছেন না জাকির, অপেক্ষা ফরেনসিক রিপোর্টের

জাপানি নারী হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

 

ফরেনসিক প্রতিবেদনের জন্য আটকে আছে জাপানের নাগরিক হিরোয়ি মিয়েতা হত্যা মামলার তদন্তকাজ। চাঞ্চল্যকর এ ঘটনায় প্রধান আসামি জাকির পাটোয়ারী রতনসহ ছয়জনকে গ্রেফতার করা হলেও তাদের কাছ থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আদায় করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। সর্বশেষ ভারতের কলকাতায় গ্রেফতার জাকিরকে বাংলাদেশে ফেরত এনে চার দিনের রিমান্ডের গতকাল তিন দিন অতিবাহিত হয়েছে। এখন ফরেনসিক প্রতিবেদনই তদন্ত কর্মকর্তার কাছে মুখ্য বিষয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুবক্কর মিয়া বলেন, জাকির অনেক ধূর্ত প্রকৃতির। জিজ্ঞাসাবাদ করার সময় সে অসুস্থতার ভান করছে। আজ তার রিমান্ড শেষ হচ্ছে। তবে আমরা ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হিরোয়ি মিয়েতার ব্যবসায়িক অংশীদার ছিলেন জাকির। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই তাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। দুজন (তাভেলা সিজার ও হোশি কোনিও) বিদেশি নাগরিক হত্যার তদন্ত নিয়ে যখন আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত, সে সময়ে বিশেষ সুবিধা নিতে রতন জাপানি নারীকে হত্যা করে। ওই সময় এ খুনের ঘটনাটিও ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন জাকির। তবে বিষয়টি টের পেয়ে দ্রুত মূল ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হন তদন্ত সংশ্লিষ্টরা। তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিটি হোমসের কর্মকর্তা ও বোর্ডারদের কাছে পাওয়া তথ্যে জাপানি নারীর খুনিদের নাম পাওয়া যায়। এতে প্রধান অভিযুক্ত হিসেবে নাম আসে জাকিরের। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও পাঁচ আসামি মারুফুল ইসলাম, রাশেদুল হক বাপ্পী, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর ও ডা. বিমল চন্দ্র শীলকে গ্রেফতার করা হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর