রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন বিজ্ঞানীকে সম্মাননা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশের তিন বিখ্যাত বিজ্ঞানীকে আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তা কল্যাণ সমিতি। তারা হলেন- প্রয়াত ড. কুদরাত-ই-খুদা, ড. মোহাম্মদ ইউসুফ ও ড. ফ্লোরা জাইবুন মাজিদ। গতকাল সকালে বিসিএসআইআর  অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাবির ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বিজ্ঞানীদের পরিবারের কাছে সম্মাননা স্মারক তুলে দেন। ড. কুদরত-ই-খুদার পক্ষে তার নাতনি পারভীন শ্যামা-ই-খুদা, ড. মোহাম্মদ ইউসুফের পক্ষে তার মেয়ে মুবিন ইউসুফ ও ড. ফ্লোরা জাইবুন মাজিদের পক্ষে তার বোন রোজী আহসান সম্মাননা স্মারক গ্রহণ করেন। সমিতির সভাপতি মুহাম্মদ কবিরউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিএসআইআরের সাবেক পরিচালক শামীম জাহাঙ্গীর আহমেদ, বর্তমান পরিচালক মো. নজরুল ইসলাম ও হুসনা পারভীন। অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, ‘বিজ্ঞানীরা অবসর গ্রহণ করতে পারেন তা আমি মানতে রাজি নই। তারা দেশের কল্যাণে আমৃত্যু কাজ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিজ্ঞানীদের অবসরের বয়স বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমলাতন্ত্রের কারণে তা কার্যকর না হওয়ায় আমার নিজেরও লজ্জা লাগে।’ তিনি আরও বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ হচ্ছে। বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিজ্ঞানীদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন ও এ-সংক্রান্ত প্রতিষ্ঠানে পর‌্যাপ্ত বাজেট দিতে পারলে দেশ নতুন ইতিহাস সৃষ্টি করবে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর