শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সোহাগের বান্ধবীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সোহাগের বান্ধবীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ নেতা গুম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে তুলে নিয়ে যাওয়ার চার দিন পর মামলা হয়েছে। রবিবার রাতে নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা আক্কাসউজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সোহাগের বান্ধবী নাবিলাকে আসামি করা হয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর রাতে সোহাগকে নগরীর তেরখাদিয়ার বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, রুয়েট ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগ গুম হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা রয়েছে। ওসি আরও জানান, মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যসহ সোহাগের সহপাঠী জেসমিন তাসনিমা নাবিলাকেও আসামি করা হয়েছে। নাবিলা ঘটনার দিন থেকেই ছুটিতে খুলনার খালিশপুরের বাড়িতে অবস্থান করছেন।

রাজশাহী র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এ ঘটনার সঙ্গে র্যাব সদস্যদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনা অনুসন্ধানের জন্য র্যাবের গোয়েন্দারা মাঠে কাজ করছেন। উল্লেখ্য, বুধবার রাত ৩টার সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৮-১০ জন সাদা একটি মাইক্রোবাসে এসে সোহাগকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় সোহাগের ক্যামেরা, ল্যাপটপ ও তার স্ত্রীর গহনা নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় সোহাগের বাবা রাজপাড়া থানায় ডায়েরি করেন।

সর্বশেষ খবর