শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শীতের সবজির দামে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শীতের সবজির দামে স্বস্তি

বাজার দাম

চট্টগ্রামের কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহে পণ্যের দামে স্বস্তি বিরাজ করছে। কয়েক সপ্তাহে দাম কমে এখন বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি ২০-৩০ টাকায়। গতকাল নগরীর কাঁচা পণ্যের বৃহত্তম পাইকারি মোকাম রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। গত সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হওয়া টমেটো এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকার শিম ৩০ ও ৩০ টাকার বাঁধাকপি বিক্রি হয় ২০ টাকায়। মুলার দাম কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫ টাকায়। দাম কমার প্রতিযোগিতায় যুক্ত হয়েছে কাঁচা মরিচও। গত সপ্তাহে ৫০-৬০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে, শসার দামও কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা।

এ সপ্তাহে এ তিন সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। তবে ফুলকপির সরবরাহ কিছুটা কমায় কেজিতে ১০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৃহস্পতিবার রাতে শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে। এ জন্য গত সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হওয়া ফুলকপি এখন ৪০ টাকা। স্বস্তির পরশ রয়েছে মাছের দামেও। রুই মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে ২০০ টাকা কেজিতে। সমুদ্রের লাল পোয়াও বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। সমুদ্রের টাইগার চিংড়ি বরাবরের মতোই ৩৫০ টাকা। তেলাপিয়াও আগের দামে প্রতি কেজি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগি ও গরুর গোশতের। ব্রয়লার ১১০ ও দেশি মুরগি পাওয়া যাচ্ছে ৩৫০ টাকায়।

হাড় ছাড়া গরুর গোশত ৪৮০ ও হাড়সহ বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর