রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সেই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিলকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ফ্যাক্স বার্তায় আবদুল জলিলকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়। ওই আদেশে তাকে পরবর্তী তিন দিনের মধ্যে সুনামগঞ্জ হাসপাতালে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অনথ্যায় চতুর্থ কর্মদিবস থেকে আবদুল জলিলের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের ফ্যাক্স আদেশে উল্লেখ রয়েছে। এর আগে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে গত ১৫ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম শেবাচিমের কর্মচারী নিয়োগ স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে নিয়োগে অনিয়ম-দুর্নীতি তদন্তে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। শেবাচিম হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিজাম উদ্দিন ফারুকের ব্যক্তিগত সহকারী সৈয়দ নান্নান এর সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, শেবাচিম হাসপাতালে ২২৬ জনবল নিয়োগ দেওয়া হয় গত সপ্তাহে। প্রতিটি পদের বিপরীতে ৫ থেকে ৬ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিলের দুই স্ত্রীও কর্মচারী পদে নিয়োগ পেয়েছেন।

সর্বশেষ খবর