শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গানে গানে আবদুল আলীমকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

গানে গানে আবদুল আলীমকে স্মরণ

মাটির সুর আর মাটির গান দিয়ে আবদুল আলীম আমাদের লোকসংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তার গানের চর্চা তথা মাটির গানের চর্চা এবং লোকসংস্কৃতির ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব। লোকসংস্কৃতির প্রচার, প্রসার, সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতায়  শেখ হাসিনা সরকার সব সময়ই আন্তরিক। আবদুল আলীমের গান সংরক্ষণ করার পাশাপাশি সেগুলোর প্রচার ও প্রসারে ভূমিকা রেখে আমরা নিজেরাই সমৃদ্ধ হতে পারি। ‘প্রিজারভেশন অ্যান্ড প্রমোশন অব দ্য সংস অব আবদুল আলীম : দি লিজেন্ডারি ফোক সিঙ্গার অব বাংলাদেশ’-এর প্রকল্পের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আবদুল আলীম ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব মরতুজা আহমদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন ও আবদুল আলীম ফাউন্ডেশনের সভাপতি জহির আলীম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর