সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত সৈয়দ শামসুল হক

সাংস্কৃতিক প্রতিবেদক

ফুলেল শুভেচ্ছা, কথামালা, গান, কবিতা, প্রদীপ প্রজ্বালন ও নৃত্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আশিতম জন্মজয়ন্তী। জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজন করা হয় এই আনন্দঘন অনুষ্ঠানমালার। আশিটি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শুরু হয় আয়োজন।

এ সময় সৈয়দ হককে নিবেদিত আলোচনায় অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, লেখক পত্নী আনোয়ারা সৈয়দ হক, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ, অভিনয়শিল্পী আলী যাকের, কবি মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব আকতারুজ্জামান। সৈয়দ হককে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এ সময় সংগীত পরিবেশন করেন শিমুল ইউসুফ ও অদিতি মহসিন।

সর্বশেষ খবর