সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মিটফোর্ডে নূর ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিটফোর্ড এলাকায় আলিফ-লাম-মীম মার্কেটে নূর ফার্মেসিকে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। সেই সঙ্গে সিলগালা করা হয়েছে দোকানটি। গতকাল সন্ধ্যায় ঔষধ প্রশাসনের ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিপুল পরিমাণ নকল ও ৪৫ ধরনের অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার দায়ে ওই ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ব্যবসায়ীরা বিক্ষোভ করলেও পুলিশের উপস্থিতিতে তা নস্যাত্ হয়ে যায়। দোকানটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঔষধ প্রশাসনের সহকারী পরিদর্শক আকিব হোসেনের নেতৃত্বে অভিযান শুরু হয়।

সর্বশেষ খবর