মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিলেটে শেষমুহূর্তে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব-নিকাশ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

পৌর ভোটের সময় যত এগিয়েছে, সিলেটে ভোটের চিত্র ততই পাল্টেছে। ভোটের মাঠে শুরুতে যে চিত্র ছিল, নির্বাচনের ঠিক আগমুহূর্তে তা সম্পূর্ণ পাল্টে গেছে। পৌর নির্বাচনে ডামাডোল শুরুর মুহূর্তে সিলেটের পৌরসভাগুলোয় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই ছিলেন মূল লড়াইয়ে। কিন্তু বর্তমানে সেই চিত্র পাল্টে গিয়ে লড়াইয়ের হিসাবে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরাও। গোলাপগঞ্জে টানা দুবারের মেয়র জাকারিয়া আহমদ পাপলু এবারও আওয়ামী লীগের ব্যানারে নির্বাচনে লড়ছেন। এ পৌরসভায় নির্বাচনী ডামাডোলের শুরুর দিকে পাপলুই ছিলেন সবার চেয়ে এগিয়ে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী। কিন্তু সময় যত গড়িয়েছে, ভোটের চিত্র ততই পাল্টেছে। সিরাজুল জব্বারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার না করায় দলের একটি বিরাট অংশ তার হয়ে নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়েছে। অন্যদিকে প্রথমদিকে হিসাবের বাইরে থাকা বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী এখন সিরাজুল জব্বারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। নির্বাচনী প্রচারণার শেষের দিকে তার পক্ষে বিএনপির জেলা ও স্থানীয় নেতা-কর্মীরা আটঘাট বেঁধে     মাঠে নামায় ভোটের চিত্র পাল্টে      গেছে। এক্ষেত্রে পিছিয়ে গেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পাপলু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর