বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুদের হারে হস্তক্ষেপের সুযোগ নেই : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

মুক্তবাজার অর্থনীতিতে ব্যাংকের সুদের হার বাজারের ওপরের নির্ভরশীল। সুদের হার কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ড. আতিউর বলেন, সুদ কমানোর জন্য কিছু পরোক্ষ নীতি গ্রহণ করা হয়েছে। কয়েকটি পুনরর্থায়ন কর্মসূচি, বিদেশি উৎস থেকে ঋণ, ভালো ঋণ গ্রহীতাদের আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। আশা করছি এগুলো অব্যাহত থাকলে সুদের হার আরও কমে আসবে। তিনি বলেন, শেয়ারহোল্ডারদের যথাযথ তথ্য নিশ্চিত করতে ব্যাংকের আর্থিক প্রতিবেদনের ওপর বাংলাদেশ ব্যাংক নিবিড় পর্যবেক্ষণ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর