রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিএনপির চেয়ে সাত গুণ ভোট আওয়ামী লীগের

বরিশালের ১৬ পৌর সভার ফল বিশ্লেষণ

বরিশাল বিভাগের ছয় জেলায় অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির চেয়ে সাত গুণেরও বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ। বিভাগের ১৬ পৌরসভায় আওয়ামী লীগের মেয়ররা পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯২২ ভোট। পক্ষান্তরে বিএনপির মেয়র প্রার্থীরা পান ১৯ হাজার ৭৫৯ ভোট। জেলা ভিত্তিতে বিএনপি সবচেয়ে কম ভোট পেয়েছে ভোলায়। সেখানের তিনটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা পেয়েছেন ৩৪ হাজার ৩৬৯ ভোট। আর বিএনপির মেয়র প্রার্থীরা পান ২ হাজার ৯৪৯ ভোট। বরিশাল জেলার ছয় পৌরসভায় বিএনপির চেয়ে প্রায় ১০ গুণ বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ। গৌরনদী পৌরসভায় আওয়ামী লীগের মো. হারিছুর রহমান হারিছ ১৮ হাজার ৯৫৯ ভোট পেয়ে মেয়র হয়েছেন। আর বিএনপির শরীফ শফিকুর রহমান স্বপন পান ৭৭৬ ভোট। বানারীপাড়ায় ৫ হাজার ৩৫৫ ভোট পেয়ে মেয়র হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। আর বিএনপির গোলাম মাহমুদ মাহবুব মাস্টার পান ৪৪৩ ভোট।  মুলাদীতে ৯ হাজার ৩৫৮ ভোট পেয়ে  মেয়র হয়েছেন আওয়ামী

লীগের শফিক উজ্জামান রুবেল এবং বিএনপির আসাদ মাহমুদ পেয়েছেন ৫৯৬ ভোট। মেহেন্দিগঞ্জে ১২ হাজার ২০৭ ভোট পেয়ে মেয়র হয়েছেন আওয়ামী লীগের মো. কামাল উদ্দিন খান ও বিএনপির গিয়াস উদ্দিন দিপেন পান ১ হাজার ৪৮৬ ভোট।

নবগঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী ৬ হাজার ৩০১ ভোট পেয়ে মেয়র হয়েছেন। পক্ষান্তরে বিএনপির মো. শহীদুল ইসলাম খান পান ২ হাজার ৩৬০ ভোট। ঝালকাঠির নলছিটি পৌরসভায় আওয়ামী লীগের তছলিম উদ্দিন চৌধুরী ১৩ হাজার ৪৬ ভোট পেয়ে মেয়র হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক মেয়র মজিবর রহমান পান মাত্র ৬২২ ভোট। পিরোজপুরের স্বরূপকাঠিতে আওয়ামী লীগের মো. গোলাম কবির ৭ হাজার ৩২৮ ভোট পেয়ে মেয়র হয়েছেন। আর সদ্য সাবেক মেয়র বিএনপির মো. শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ১ হাজার ৭৮৪ ভোট। পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের বিপুল হাওলাদার ৭ হাজার ১০৫ ভোট পেয়ে মেয়র হয়েছেন। আর বিএনপির হুমাউন সিকদার পান ১ হাজার ৩৯৯ ভোট।  কুয়াকাটায় আওয়ামী লীগের আবদুল বারেক মোল্লা ৪ হাজার ১১ ভোট পেয়ে মেয়র হয়েছেন। আর বিএনপির মো. আজিজ মুসল্লি পান ৩১৪ ভোট। বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন ৬ হাজার ৬২ ভোট পেয়ে মেয়র হয়েছেন। আর সদ্য সাবেক মেয়র বিএনপির আইউব মল্লিক পেয়েছেন ২ হাজার ৬৩৩ ভোট। বরগুনা পৌরসভায় ৯টি কেন্দ্রের আটটিতে আওয়ামী লীগের বিদ্রোহী শাহাদাত হোসেন ৫ হাজার ৮৯৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত কামরুল আহসান মহারাজ পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট। এখানে বিএনপির মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম পান ১ হাজার ৬৫৯ ভোট। স্থগিত কেন্দ্রে ভোট ২ হাজার ৯৪৪টি।

একইভাবে বেতাগীর ৯ কেন্দ্রের মধ্যে ৮টিতে আওয়ামী লীগের এবিএম গোলাম কবির ২ হাজার ১৭৬ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হুমাউন কবির পেয়েছেন ১ হাজার ৫৬১ ভোট। স্থগিত কেন্দ্রে মোট ভোটার ৮২২ জন।

 ভোটের পরিসংখ্যানে বিস্ময় প্রকাশ করে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, আওয়ামী লীগ এবারের পৌর নির্বাচনকে ‘হীরক রাজার দেশের নির্বাচন’ বানিয়েছে। বিএনপি এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি বলেন, এবারের পৌর নির্বাচনে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন।

সর্বশেষ খবর