রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শিবিরমুক্ত কলেজের দাবিতে ক্যাম্পাসে রক্ত ঢালল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসকে সশস্ত্র শিবির ক্যাডারমুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আদায়ে রক্ত ঢেলে প্রতিবাদ করেছে ছাত্রলীগ। দলের প্রায় ২৯ জন নেতা-কর্মীর রক্ত সংগ্রহ করে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। গতকাল দুপুর ১টার দিকে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের প্রবেশপথে এই রক্ত ঢেলে নেতা-কর্মীরা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচির নেতৃত্ব দেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। দুপুর ১টার দিকে অধ্যক্ষের কার্যালয়ের প্রবেশপথে রক্ত ঢেলে দাবি আদায়ের চেষ্টা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কার্যালয়ের বাইরে চত্বরে রক্ত দিয়ে লেখা হয় ‘জয় বাংলা’। রনি গণমাধ্যমকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আমরা নিজেদের রক্ত দিলাম। এর মাধ্যমে আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাতে চাই— কলেজকে সশস্ত্র শিবির ক্যাডারমুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা রক্তও দিতে পারি। এদিকে কলেজ সূত্র জানায়, আট দফা দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মিছিলও করেন।

সর্বশেষ খবর