সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

টঙ্গী-ভৈরব ডাবল লাইনে ট্রেন যাত্রা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টঙ্গী-ভৈরব ডাবল লাইনে ট্রেন যাত্রা বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার থেকে ৬৪ কিলোমিটার টঙ্গী-ভৈরব রেলওয়ে ডাবললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যে প্রকল্পটির জিআইবিআর ইন্সপেকশনসহ সব ধরনের আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক চলাচলের পর যত শিগগির সম্ভব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট

সূত্রে জানা গেছে। রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেন বলেন, টঙ্গী-ভৈরব ডাবললাইন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি দিয়েছেন। এ প্রকল্পের সব ধরনের কাজও শেষ হয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে। ডাবললাইনটি চালু হলে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট ও কিশোরগঞ্জসহ কয়েকটি ট্রেনের যাত্রীরা অধিকতর কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে।সময় কমে আশার পাশাপাশি ঢাকা থেকে ভৈরব পর্যন্ত ক্রসিং ছাড়াই ট্রেন চলাচল করবে।

সর্বশেষ খবর