বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

৪৯ প্রশ্ন নিয়ে শিগগির শুরু রোহিঙ্গা শুমারি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

দেশে প্রথমবারের মতো রোহিঙ্গা অধ্যুষিত সম্ভাব্য ছয়টি জেলায় অনুষ্ঠিত হবে রোহিঙ্গা শুমারি। ৪৯টি প্রশ্ন নিয়ে শিগগিরই মাঠ জরিপ শুরু করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বর্তমানে কক্সবাজারের কুতুপালং ও নয়া পাড়ার দুটি শরণার্থী ক্যাম্পে প্রায় ৩৩ হাজার নিবন্ধিত মিয়ানমারের নাগরিক বাস করছে। এদেরকে শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে বলে জানা যায়।

জানা যায়, অতীতে বিভিন্ন সময় ক্যাম্প বা এলাকা ভিত্তিক ক্ষুদ্র আঙ্গিকে রোহিঙ্গা শুমারি হয়েছে। তবে বড় পরিসরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে শুমারি হয়নি। এবার বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘বাংলাদেশে অবস্থিত অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন হচ্ছে।

সর্বশেষ খবর