শিরোনাম
বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ব্যাংকগুলোকে ছোট গ্রাহক খুঁজতে বললেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘প্রতিটি ব্যাংকের শাসনব্যবস্থা আরও উন্নত করতে হবে, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শক্তিশালী এবং ঝুঁকি ব্যবস্থাপনায় মনোযোগী হতে হবে। এতে ব্যাংকের পরিচালন খরচ ও খেলাপি ঋণ আরও কমে আসবে— এটাই প্রত্যাশা করছি।’ বড় গ্রাহকের পরিবর্তে ছোট গ্রাহক খোঁজার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক সর্বক্ষণ নজর রাখবে কীভাবে জনস্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে আর্থিক খাতকে জনপ্রিয় করা হচ্ছে। একই সঙ্গে এও প্রত্যাশা করব, পরিচালনা পর্ষদ আপনাদের ভালো কাজগুলোতে সর্বদাই সমর্থন দিয়ে যাবে।’

গতকাল ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় গভর্নর এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সব ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর