মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ট্যানারি সরছে না আলটিমেটামেও

৭২ ঘণ্টার সময় শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

ট্যানারি সরছে না আলটিমেটামেও

শিল্পমন্ত্রীর নির্দেশ শেষ হচ্ছে আজ। কিন্তু রাজধানীর হাজারীবাগ ট্যানারি সাভারে স্থানান্তরের কোনো লক্ষণ গতকাল দুপুর পর্যন্ত দেখা যায়নি। ট্যানারির ভিতরে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা — ছবি : রোহেত রাজীব

সরকারের ৭২ ঘণ্টার আলটিমেটামেও সরছে না রাজধানীর হাজারীবাগের ট্যানারি শিল্প। রবিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আলটিমেটাম দিয়ে বলেছিলেন, হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তর না করলে সেখানকার কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে। এ নির্দেশনা বাস্তবায়নে বিসিককে ট্যানারি মালিক বরাবর উকিল নোটিস পাঠানোরও নির্দেশ দেন মন্ত্রী। এদিকে শিল্পমন্ত্রীর ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ পর্যায়ে। তবে এখনো ট্যানারি সরাতে কোনো উদ্যোগ নেননি ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের (বিটিএ) মহাসচিব শওকত উল্লাহ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৭২ ঘণ্টা তো দূরের কথা, আগামী জুলাই মাসের আগে হাজারীবাগ থেকে ট্যানারি সরানো সম্ভব নয়। কারণ সরকারই তো এখন পর্যন্ত সিইটিপি বা কেন্দ্রীয় বর্জশোধনাগার স্থাপনের কাজ শেষ করতে পারেনি। সরকার সিইটিপি স্থাপনের কাজ শেষ করলে আমরাও ট্যানারি স্থানান্তরের কাজ করব। প্রসঙ্গত, রবিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে সেখানকার কারখানাগুলো বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী এও বলেন, নির্ধারিত ৭২ ঘণ্টা পার হওয়ার পরও কোনো ট্যানারি মালিক হাজারীবাগ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী কারখানা স্থানান্তরে ব্যর্থ হলে সাভারের চামড়া শিল্পনগরীতে তার নামে বরাদ্দকৃত প্লটও বাতিল হয়ে যাবে। যেসব ট্যানারি মালিক নির্মাণ কাজে বিলম্ব করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা ট্যানারি স্থানান্তরের জন্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে কাজ বন্ধ রেখেছেন, তাদের হাজারীবাগের কারখানার মালামাল ক্রোক করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর