মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মঞ্চায়ন হলো নাটক ‘ইঙ্গিত’

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ২৯তম ব্যাচের সমাপনী আয়োজনের সনদপত্র বিতরণ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো ‘ইঙ্গিত’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এস এম সোলায়মানের রচনায় নাটকের নির্দেশনায় ছিলেন মনিরুল ইসলাম রুবেল। ১৯৮৪ সালের স্বৈরাচার এরশাদের শাসনামলের প্রেক্ষাপটে এস এম সোলায়মান লিখেছিলেন ‘ইঙ্গিত’ নাটকটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিলি পারভীন, রোজেন আহম্মেদ, শ্রাবণ সাহা মান, ফারজানা ফেরদৌস, আরিফুল ইসলাম প্রমুখ। এর আগে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর