বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ঋণ পেতে হয়রানির শিকার ২৭ হাজার নারী উদ্যোক্তা

ক্রেডিট গ্যারান্টি স্কিম চালুতে ধীরগতি

রুহুল আমিন রাসেল

দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ পেতে পদে পদে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাড়ে ২৭ হাজার প্রশিক্ষিত নারী উদ্যোক্তা। তাদের কেউ কেউ ঋণ পেলেও তা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নয়। নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ নিয়ে ফেরত দেওয়ার হার, পুরুষ উদ্যোক্তাদের চেয়ে ভালো। তারপরও বাণিজ্যিক ব্যাংকগুলো নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে অনীহা প্রকাশ করছে বলে জানা গেছে। জানা গেছে, উচ্চশিক্ষিত নারীদের একটি বড় অংশ এখন ব্যবসা-বাণিজ্যে আগ্রহ দেখাচ্ছেন। তাদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে সরকারের বিভিন্ন সংস্থা, বেশ কিছু নারী উদ্যোক্তা ও বাণিজ্য সংগঠন। নারী উদ্যোক্তাদের অধিকাংশই ব্যবসা শুরু করতে গিয়ে অর্থ সংকটে পড়েন। শহরের উদ্যোক্তারা সহজে ঋণ পেলেও পদে পদে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন তৃণমূলের নারীরা। ব্যাংকগুলো ঋণ প্রদানে দ্বিধাদ্বন্দ্বে থাকে। আবার যারা ঋণ পাচ্ছেন, তাদের প্রথম মাস থেকে ঋণ পরিশোধে কিস্তি দিতে হচ্ছে। কিন্তু ঋণ নিয়ে সঙ্গে সঙ্গে ব্যবসা শুরু করা যাচ্ছে না। এক্ষেত্রে ঋণের প্রথম কিস্তি পরিশোধে ছয় মাস সময় চান নারী উদ্যোক্তারা। এ প্রসঙ্গে নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ বলেন, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৭ হাজার ৪৯০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে বিডব্লিউসিসিআই।

সর্বশেষ খবর