রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ

আওয়ামী লীগ নেতা মুরাদের জবরদখলে ডেভ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ‘ডিজনি ডিজাইন অ্যান্ড ডেভেলপার লিমিটেড’ নামে একটি কোম্পানি জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতা শাহে আলম মুরাদের বিরুদ্ধে। শুধু কোম্পানির অফিস দখলই নয়, পরিচালকদের শেয়ারগুলো বাতিল করে তাদের জমা করা টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। মুরাদের হাত থেকে রক্ষা পেতে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর দফতরে লিখিত অভিযোগ করেছেন। মুরাদ ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গ্রীন রোডের ১৪৭/এ/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় কোম্পানির অফিস। সম্প্রতি মুরাদের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটি দখলে নেয়। এর পর মুরাদ নিজেকে ওই কোম্পানির এমডি এবং চেয়ারম্যান বলে ঘোষণা দেন। এরপর থেকেই অস্ত্রের ভয় দেখিয়ে ডিজনি ডিজাইনের অনেক স্টাফকে বের করে দেওয়া হয়েছে। মুরাদ গুলিস্তান এলাকার ‘চিহ্নিত চাঁদাবাজ’ বলে অভিযোগে উল্লেখ করা হয়। একাধিক সূত্রে জানা গেছে, মাকান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিজনি ডিজাইন অ্যান্ড ডেভেলপার লিমিটেড দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছে। প্রতিষ্ঠানটি গ্রাস করতে কাওরানবাজারে অবস্থিত জয়েন্ট স্টক কোম্পানির প্রভাব খাটিয়ে অবৈধভাবে নাম পরিবর্তনের কাজটিও সেরে ফেলেছেন মুরাদ। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অসহায় অবস্থায় দিনযাপন করছেন। অভিযোগ রয়েছে, পুরান বাজার হকার্স মার্কেট এবং কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট-১ ও ২ কবজা করে রেখেছেন মুরাদ। এখানে তিনিই আইন, তিনিই একচ্ছত্র হুকুমদাতা। এদিকে, ডিজনি ডিজাইন অ্যান্ড ডেভেলপার লিমিটেড দখলের কথা অস্বীকার করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ। তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি চক্র তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

সর্বশেষ খবর