রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাণিজ্য মেলায় জনস্রোত

নিজস্ব প্রতিবেদক

ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে গতকাল তিল ধারণের ঠাঁই ছিল না রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। জনতার ঢল ছাপিয়ে গতকাল পুরো মেলা প্রাঙ্গণ পরিণত হয় জনস্রোতে। মেলার ১৬তম দিনে এই উপচে পড়া ঢলে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে বিভিন্ন স্টল-প্যাভিলিয়নের বিক্রয় কর্মী, আইন-প্রয়োগকারী সংস্থা ও আয়োজকদের। গত ১ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০১৬ এই আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বয়সী ক্রেতা-দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকালে বাণিজ্য মেলা প্রাঙ্গণ শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ সর্বস্তরের নারী-পুরুষের ঢল নামে। সংসদ ভবন, বিজয় সরণি, আগারগাঁও এবং শেরেবাংলা নগরের আশপাশের এলাকায় মেলায় আগতদের ভিড় বাড়তে থাকে। মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের কম-বেশি সবাই ছিলেন কেনাকাটায় ব্যস্ত। সবার হাতেই ছিল নিত্যনতুন বাহারি ডিজাইনের নজরকাড়া নানা পণ্য। তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে গৃহিণীদের গৃহস্থালি পণ্যে। এসব পণ্যের মধ্যে রয়েছে— প্লাস্টিকের সামগ্রীর পাশাপাশি প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের ইলেকট্রনিক ও ইলেকট্রিক পণ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর