সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বাণিজ্যমেলা

জয়িতায় তৃণমূল নারী উদ্যোক্তাদের জয়

রুহুল আমিন রাসেল

বাণিজ্যমেলায় জয়িতা ফাউন্ডেশনের প্যাভেলিয়নে তৃণমূল নারী উদ্যোক্তাদের পণ্যসামগ্রী দারুণ কদর পাচ্ছে। এখানে তাদের তৈরি জামদানি, তাঁতের শাড়ি, ব্লক-বাটিক-এমব্রয়ডারি ও সুচিশিল্পের নকশায় বোনা সালোয়ার কামিজ, পাঞ্জাবির মতো দেশীয় পোশাক পণ্য ছাড়াও রয়েছে পাটের ব্যাগ, মাদুর ও মাটির তৈজসপত্র থেকে হরেক রকম পিঠা-পুলি। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)- ২০১৬তে রয়েছে তৃণমূল নারীদের সংগঠন জয়িতা ফাউন্ডেশনের সুবিশাল প্যাভেলিয়ন। এখানে জয়িতার ৪০ জন নারী উদ্যোক্তা সদস্য পণ্য প্রদর্শন করছেন। বিক্রি হচ্ছে ঝিনাইদহের শৈলকুপা থেকে আসা দেশমাতা মহিলা উন্নয়ন সংস্থার সদস্যদের তৈরি বিভিন্ন প্রকার দেশীয় পিঠা।

সর্বশেষ খবর