শিরোনাম
মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে হাত ভেঙে যাবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে হাত ভেঙে যাবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন এসএসসি পরীক্ষায় কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে তাদের হাত ভেঙে যাবে।  কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে আয়োজিত জাতীয় মনিটরিং কমিটি সভায় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, প্রশ্ন ছাপানোর স্থান বিজিপ্রেস থেকে ফাঁস হওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে। সেখান থেকে অটোমেটিক সিলগালা হয়ে প্রশ্ন চলে যাবে। সেখানে কারও পক্ষে একটি প্রশ্নও মুখস্ত করা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশবাসীর প্রতি এই মেসেজ পৌঁছে দিতে চাই যে, প্রশ্ন ফাঁস হবে, নকল করতে পারবেন— এই আশায় বসে থাকবেন না। তাহলে বিপদে পড়বেন, সর্বনাশ হয়ে যাবে।

সর্বশেষ খবর