বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এক লাখ কোটিপতি কর দেন না : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের এক লাখ কোটিপতি কর দেন না। দেশে কোটিপতি বাড়ছে, তাই নতুন নতুন করদাতা খুঁজতে হবে। এখন ইউনিয়ন পর্যায়েও অনেক কোটিপতি পাবেন। পত্রিকায় দেখেছি- এক লাখের উপরে কোটিপতি আছেন। যারা এখনো কর দেন না, তাদের করের আওতায় নিয়ে আসতে এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছেন এই প্রবীণ রাজনীতিক। গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশের রাজস্ব প্রবৃদ্ধি অনেক কম। তাই রাজস্ব বাড়াতে হবে। তবে রাজস্ব আহরণের নামে সাধারণ মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেদিকে নজর দিতে হবে।

 

সর্বশেষ খবর