রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দেশের অবস্থা ভালো নয় : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

দেশের অবস্থা ভালো নয় : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশের সামগ্রিক অবস্থা ভালো নয়। জনদুর্ভোগ লাঘব করতে পারেনি সরকার। গ্যাস সংকট মহামারী আকার ধারণ করেছে। সন্ত্রাস দুর্নীতি আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। নানাভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে। ফলে সর্বত্র মানুষ আতঙ্কগ্রস্ত। গতকাল চট্টগ্রামের ঐতিহাসিক জাম্বুরি ময়দানে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পীর চরমোনাই বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। দেশে ইসলামের শাসন নেই বলেই সর্বত্র অশান্তি বিরাজ করছে।

সর্বশেষ খবর