রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শেষ হলো পূর্ব-পশ্চিম আবৃত্তি উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শেষ হলো পূর্ব-পশ্চিম আবৃত্তি উৎসব

সম্মাননা পদক প্রদান ও আবৃত্তির দীপ্ত উচ্চারণের মধ্যদিয়ে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী পূর্ব-পশ্চিম আবৃত্তি উৎসব শেষ হয়েছে। গতকাল সন্ধ্যায় মাতৃকা’র সৌজন্যে ওয়াহিদুল হক ও গোলাম মোস্তফা খানকে মরণোত্তর আবৃত্তিকার সম্মাননা পদক প্রদান করা হয়। আবৃত্তিতে অংশ নেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শারমিন মৃত্তিকা, অঞ্জল চৌধুরী, মুজাহিদুল ইসলাম, সুকান্ত সরকার, দেবাশিস বাগচী, জহিরুল হক, মিলি চৌধুরী, রাশেদ হাসান, মাশকুর এ সাত্তার কল্লোল, শামীমা নাজনীন, ইকবাল খোরশেদ, মাহিদুল ইসলাম প্রমুখ। ভারতের আবৃত্তিকারদের মধ্যে আবৃত্তি করেন শিল্পী বর্ণালী সরকার, অনিন্দিতা কাজী, সাদেকুল করিম, নন্দিনী লাহা সোম প্রমুখ।

সর্বশেষ খবর