মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

হিজাব পরে নারীদের সাইকেল র‌্যালি

প্রতিদিন ডেস্ক

হিজাব পরে নারীদের সাইকেল র‌্যালি

হিজাব পরে নারীরা যেসব কাজ করতে পারে তা দেখানোর লক্ষ্যে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় তিন তরুণী গতকাল সাইকেল র্যালি করেছেন। সাইক্লার্স অব বাংলাদেশ নামে একটি সংগঠনের তিন তরুণীর সঙ্গে ক’জন তরুণও হিজাব পরার সমর্থনে সাইকেল র্যালিতে অংশ নেন। লালবাগ সাইক্লিং ক্লাবের প্রধান সিফাত-ই-কানিজ বলেছেন, ‘ধর্মীয় বিশ্বাস থেকে হিজাব পরলেও এ কারণে অনেক জায়গায় কাজ করা যায় না। আমি কয়েকটি চ্যানেলে কাজ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি হিজাব পরি বলে। তাই আমি সাইকেল চালিয়ে প্রমাণ করতে চাই, হিজাব পরে সব কাজ করা সম্ভব।’ অন্যদিকে নারী আন্দোলন যারা করেন তাদের একজন বাংলাদেশ মহিলা পরিষদের আয়েশা খানম বলেছেন, ‘ফ্রিডম অব চয়েস সবার ক্ষেত্রে প্রযোজ্য। পোশাক পরিধানে যে কারও স্বাধীনতা থাকতে পারে।’ ‘তবে যে পোশাকেই নিজেকে ঢেকে রাখা হোক না কেন, মন যেন উন্মুক্ত থাকে,’ এমনই বলেন আয়েশা খানম। তিনি আরও বলেন, ‘এক সময় নারীদের অবরোধ করে রাখা বা পর্দা প্রথার মধ্যে রাখা এগুলোর বিরুদ্ধে লড়াই হয়েছে, নারী আন্দোলন হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর