বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জাবিতে পাখি মেলা শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাবিতে পাখি মেলা শুক্রবার

প্রতিবারের মতো এবারও পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘পাখিমেলা-২০১৬’। ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই পাখির যত্ন’ এ স্লোগানে আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে মহুয়াতলায় এ মেলা অনুষ্ঠিত হবে। গতকাল মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। দিনব্যাপী এ মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে— আন্তবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখিবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। ড. মো. কামরুল হাসান জানান, ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে ক্যাম্পাসে পাখিমেলার আয়োজন করে আসছে প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়ার্ল্ড লাইফ রেসকিউ সেন্টার।

সর্বশেষ খবর