শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পলাতক বুলবুল ঢাকায় মামলা নিয়ে ব্যস্ত

কাজী শাহেদ, রাজশাহী

পলাতক বুলবুল ঢাকায় মামলা নিয়ে ব্যস্ত

২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির অনেক নেতাকে নেওয়া হয় কারাগারে। বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু কারাগারে থাকায় বিএনপির মেয়র পদপ্রার্থী হন মোসাদ্দেক হোসেন বুলবুল। সেই নির্বাচনে বুলবুল বিজয়ী হননি। তবে ২০১৩ সালের মেয়র নির্বাচনে ৪৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে। বুলবুল রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেন ২০১৩ সালের সেপ্টেম্বরে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর কোণঠাসা হয়ে পড়েন তিনি। পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যা, গাড়ি পোড়ানো, ককটেল হামলাসহ তার নামে ১১টি মামলা হয়। সিদ্ধার্থ হত্যা মামলার চার্জশিট দেওয়ার পর গত বছরের ৬ মে বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই থেকে পলাতক তিনি।

বরখাস্ত হওয়া মেয়র বুলবুলের ব্যক্তিগত সহকারী বিপ্লব জানান, মোসাদ্দেক হোসেন বুলবুল বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেছেন। সেই মামলা ছাড়াও তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি থাকেন হাইকোর্টে। মামলাগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন সিনিয়র আইনজীবীদের সঙ্গে।

সর্বশেষ খবর