শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিউটি বোর্ডিংয়ে মিলনমেলা

ঠাট্টা আর গল্পে মেতে ওঠেন অনেকেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে ষাট দশকের সংগ্রামী সতীর্থদের নিয়ে বসেছিল মিলনমেলা। এর আয়োজক ছিলেন পুলিশের সাবেক ডিআইজি ফিরোজ কবির মুকুল ও ডা. আবদুল কাইয়ুম লস্কর। গতকাল দিনভর আয়োজিত এ মেলায় ওই সময়ের ছাত্র ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মিলনমেলায় আগতরা পরস্পর পরস্পরের সঙ্গে জোড়াজুড়ি, হাত মেলানো, ঠাট্টা আর গল্পে মেতে ওঠেন। অনেকেই দীর্ঘদিন পর পুরনো বন্ধুকে দেখে অশ্রু সংবরণ করতে পারেননি। আবার কারও কারও মাঝে ছিল আগেকার সুন্দর দিনগুলো ফেলে আসার আক্ষেপ। দিনটি ছিল চিরচেনা মুখগুলোর স্মৃতিচারণায় ভরপুর। সংসদ সদস্য, রাজনীতিক, সরকারের সাবেক শীর্ষ কর্মকর্তা, অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের মিলনমেলায় দিনটিতে ছিল অন্য রকম আমেজ। এ অনুষ্ঠানে ষাট দশকের ছাত্রনেতারা জানান, ‘আমরাই ছিলাম আইয়ুববিরোধী আন্দোলনের সংগ্রামী-বিপ্লবী। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে প্রথম সাড়া দিয়েছিলাম।’ মিলনমেলায় ছিলেন গাজী গোলাম দস্তগীর এমপি, নুরুল মজিদ হুমায়ুন এমপি, রহমত উল্লাহ এমপি, সাবেক এমপি সুলতান টুটু, যুবলীগের সাবেক নেতা মোস্তফা মহসীন মন্টু, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, অভিনেতা প্রবীর মিত্র, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শিল্পী আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায়, আলমগীর শিকদার লোটন, মতিউর রহমান মতি, মো. মুজিবুর রহমান হিরু, আবদুর রহমান, মোসতাক হোসেন খান জুয়েল, লুত্ফর রহমান খান, মৃণালকান্তি রায়, নারায়ণচন্দ্র মালাকার প্রমুখ।

সর্বশেষ খবর