শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রসুনের দাম ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক

রসুনের দাম ধরাছোঁয়ার বাইরে

বাজার দর

শীত এখন বিদায়ের প্রহর গুনছে। ফলে দাম বাড়তে শুরু করেছে সবজির। আকাশ ছুঁয়েছে রসুনের দাম। ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণার এক মাস পরও কমেনি। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, কমলাপুর ও খিলগাঁও বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম একটু বেশি। তবে এ বাড়তি দাম এখনো ক্রেতাদের ক্ষমতার মধ্যে বলে তারা জানিয়েছেন। প্রতি কেজি সবজির দাম ২-৩ টাকা বেড়েছে গত এক সপ্তাহে। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ২০ টাকায়। প্রতি কেজি টমেটো মানভেদে ২৫-৩০, বেগুন ৩০-৪০, চালকুমড়া, মুলা, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া, পেঁপে ২০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে প্রতি কেজি গোল আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫, শালগম ২০-৩০ টাকা। কাঁচকলার হালি ২০, প্রতি কেজি বরবটি পাওয়া যাচ্ছে ৩০, করলা ৩০-৩৫, কাঁচামরিচ ৬০-৮০, শসা ২৫-৩৫, পটোল ৪০-৪৫, ঝিঙা ২৫-৩০ টাকা। বছরের শুরুতে প্রতি কেজি দেশি রসুনের দাম ছিল ১২০-১২৫ টাকা। জানুয়ারির শেষ দিকে তা বেড়ে দাঁড়ায় ১৩০-১৪০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে প্রতি কেজি ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়। চীনা রসুনের দাম একই রকম। সামান্য বেড়েছে পিয়াজের দামও।

সর্বশেষ খবর