সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
রবি-এয়ারটেল একীভূতকরণ

চার অপারেটরকে ডেকেছে বিটিআরসি

প্রতিদিন ডেস্ক

মোবাইল অপারেটর রবির সঙ্গে এয়ারটেলকে একীভূত করার বিষয়ে আলোচনা করতে অপর চারটি অপারেটর প্রতিনিধিদের আজ বৈঠকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

গতকাল বৈঠকের আমন্ত্রণ জানিয়ে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। চিঠিতে বলা হয়, সোমবার বিটিআরসি কার্যালয়ে বৈঠকে কমিশনের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। প্রতি অপারেটরের তিনজন করে প্রতিনিধি বৈঠকে থাকতে পারবেন। রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূত করার আবেদনের নিষ্পত্তির জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করেছে বিটিআরসি। ২৮ জানুয়ারি চুক্তির পর রবি আজিয়াটা লিমিটেড জানিয়েছে, একীভূত কোম্পানি রবি নামেই ব্যবসা চালাবে।

সর্বশেষ খবর