মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সিলেট বিএনপিতে সাইফুর অনুসারীরা ফের দাপটে

কাউন্সিলে পেয়েছে সংখ্যাগরিষ্ঠতা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট বিএনপিতে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ফের আলোচনায়। সিলেট বিএনপিতে এক সময়ের একক আধিপত্য ছিল সাবেক এই জ্যেষ্ঠ নেতার। একপর্যায়ে সেই আধিপত্য চলে যায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর হাতে। তিনি ‘নিখোঁজ’ হওয়ার পর সিলেট বিএনপিতে আধিপত্য প্রতিষ্ঠা করেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। দল থেকে অবসর  নেওয়ার পর ভেঙে যায় শমসের বলয়ও। রবিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিলে গোপন ব্যালটে সাইফুরপন্থিদের নিরঙ্কুশ বিজয়ের পর ফের আলোচনায় আসেন তিনি। দলীয় নেতা-কর্মীরা মনে করছেন সাইফুর রহমানের জীবদ্দশায় যারা তার অনুসারী ছিলেন তাদের ঐক্যই কাউন্সিলে বিজয় এসেছে।  বিগত চারদলীয় জোট সরকারের আমলে সাইফুর রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আলাদা বলয় গড়ে তুলেছিলেন ইলিয়াস আলী। সাইফুর রহমানের মৃত্যুর পর ইলিয়াসের মুঠোতে চলে যায় সিলেট বিএনপির চাবিকাঠি। এ সময় সাইফুর অনুসারীরা ক্রমেই এলোমেলো হয়ে পড়েন। তাদের মধ্যে দেখা দেয় বিভেদ ও অনৈক্য। কেউ কেউ ইলিয়াস বলয়ে ভিড় করেন। পরে ২০১২ সালে ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর সাইফুর রহমানের অনুসারীরা গা-ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করেন। এরই মধ্যে দৃশ্যপটে চলে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি হয়ে ওঠেন সিলেট বিএনপির কর্ণধার।

সর্বশেষ খবর