বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পুঁজিবাজার আর নিচে নামবে না : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যারা পুঁজিবাজার ভালোমতো বুঝতে পারেন তাদের এখানে বিনিয়োগ করা উচিত। না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত নয়। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় পুঁজিবাজার আর নিচে নামবে না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে এ ধরনের মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারকে ফটকা বাজার বলা উচিত নয়। এ বাজার বৈজ্ঞানিক ও অর্থনীতির ওপর নির্ভর করে। তিনি বলেন, কোনো দেশের অর্থনীতি পুঁজিবাজার বাদ দিয়ে চলতে পারে না। এ বাজারের আরও উন্নয়ন করতে হবে। বাজারের আইন-কানুন আরও শক্তিশালী করতে হবে।

মন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারে সাফার সার্ভিস চালু করা দরকার; যাতে ক্ষতিগ্রস্তরা কিছুটা সুফল পান।

সর্বশেষ খবর