শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এক হাজার শিক্ষার্থীকে প্লেনে চড়াবে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো এক হাজার মেধাবী উচ্চ শিক্ষার্থীকে  প্লেনে চড়ার সুযোগ করে দিচ্ছে দেশের একমাত্র স্বীকৃত প্রিমিয়াম এয়ারলাইন্স ইউএস-বাংলা। শিক্ষার্থীদের নিয়ে প্রথম ফ্লাইটটি উড়বে ২৬ মার্চ। গতকাল ইউএস-বাংলা গ্রুপের ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘ফ্লায়িং দ্য ফিউচার অব বাংলাদেশ’ শিরোনামে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশের মেধাবী উচ্চ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও মনোযোগী করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স এ বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে ফেসবুকের মাধ্যমে (www.facebook/usbair)  প্রোগ্রামে অংশগ্রহণ করে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ খবর