শিরোনাম
শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগ প্রার্থী হতে নেতাদের তোড়জোড়

প্রতি ইউনিয়নে ৪ থেকে ৬ জন প্রচারণায়

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

আওয়ামী লীগ প্রার্থী হতে নেতাদের তোড়জোড়

চট্টগ্রামের ১৪ উপজেলার ১৯৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে প্রাণপণ চেষ্টা করছেন নেতারা। এরই মধ্যে ৯৮০ প্রার্থী প্রচারণায় রয়েছেন। প্রতিটি ইউপিতে চেয়ারম্যান পদে চার থেকে ছয় জন প্রচারণা চালাচ্ছেন। ১১ ফেব্রুয়ারি ছয় ধাপের নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে প্রথম ধাপে রাঙ্গুনিয়ার দুটি ইউপিতে নির্বাচন হবে। এ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন। উঠান বৈঠকের পাশাপাশি যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরেও। পৌরসভার মতো এ নির্বাচন নিয়েও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ উপজেলার নেতা-কর্মীরা তত্পর হয়ে উঠছেন। জেলার ১৯৬টি ইউপির মধ্যে উত্তর জেলায় ১০১টি ও দক্ষিণ জেলায় ৯৫টি রয়েছে। এসব ইউপিতে পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রীয়ভাবে প্রার্থী মনোনয়নের জন্য নির্দেশনা পেয়ে সে অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানান উত্তর ও দক্ষিণ জেলার নেতারা। এ ছাড়া গত পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের ১০টিতে এককভাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী হওয়ায় দলের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের অনেকাংশে তত্পরতা বেড়ে গেছে। প্রার্থী বাছাইয়ের বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রার্থী মনোনয়নের জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে ছয়জনের মনোনয়ন বোর্ড রয়েছে; যারা নির্বাচন করতে আগ্রহী হবেন তারা মনোনয়ন বোর্ডে আসবেন। এতে সাক্ষাত্কারের মাধ্যমে যাচাই-বাছাই করে আমরা কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠাব। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সব কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে শেষ করারও চেষ্টা চলছে। তবে প্রতিটি ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে চার থেকে ছয় জনের নাম শোনা যাচ্ছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের গত বর্ধিত সভায় উপজেলা, থানা এবং ইউনিয়ন আওয়ামী লীগকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছিল। যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে তালিকা পাঠানো হবে। এরপর কেন্দ্র প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেবে। তবে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি। দলীয় সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় দলীয়ভাবে একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের একক ক্ষমতা দেওয়া হয়েছে। এতে এককভাবে প্রার্থী চূড়ান্ত করেই জেলা থেকে কেন্দ্রে পাঠাতে হবে। একক প্রার্থীর নাম পাঠালে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর