রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

প্রধান বিচারপতি উদ্যাপন করলেন সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্ট পূজা উদ্যাপন কমিটি আয়োজিত সরস্বতী পূজায় অংশগ্রহণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল সকালে তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে পূজা পালনে যান। তিনি সেখানে উপস্থিত সবার খোঁজখবর নেন এবং সবার সঙ্গে পূজা উদ্যাপন করেন। পূজা-অর্চনার সময় হিন্দুধর্মের তিন শতাধিক পূজারী তার সঙ্গে ছিলেন। সরস্বতী পূজা উদ্যাপন উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  পূজা উদ্যাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, বিশ্বজিৎ রায় প্রমুখ।

সর্বশেষ খবর