মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কেন্দ্রে পদ পেতে চট্টগ্রামের ডজন নেতার তোড়জোড়

ফারুক তাহের, চট্টগ্রাম

কেন্দ্রে পদ পেতে চট্টগ্রামের ডজন নেতার তোড়জোড়

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে চট্টগ্রামের সক্রিয়-নিষ্ক্রিয় নেতারা ঢাকায় তদবির লবিংয়ে ব্যস্ত। এর মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর বিএনপির অন্তত ডজন খানেক নেতা। দলের জ্যেষ্ঠ নেতাদের মন জোগাতে ব্যস্ত এসব পদপ্রত্যাশীরা। বিগত সময়ে দলের জন্য ত্যাগ ও শ্রম রয়েছে—এমন নেতার পাশাপাশি দলীয় কার্যক্রম থেকে যারা দূরে ছিলেন তারাও কাউন্সিল ঘিরে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, আসন্ন কাউন্সিলে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, গাজী শাজাহান জুয়েল ও জালাল উদ্দিন আহমেদ। উত্তরে চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এস এম ফজলুল হক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, আবদুল্লাহ আল হাসান প্রমুখ। এ ছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান শামীম, আবু সুফিয়ানসহ বেশ কয়েকজন পদলাভ ও পদোন্নতির চেষ্টা করছেন। এরা দীর্ঘদিন বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অনেকে ইতিপূর্বে দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি। আবার যারা কেন্দ্রীয় সদস্য ও কম গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারা পদোন্নতি লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে চলমান সংকটকালে দল থেকে দূরে সরে গিয়ে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন দীর্ঘদিন তারাও তত্পরতা চালাচ্ছেন। বিশেষ করে দক্ষিণের সরওয়ার জামাল নিজাম ও গাজী শাজাহান জুয়েল বিদেশেই ছিলেন বেশি। তাই কেন্দ্রীয় পদলাভে তাদের তোড়জোড় স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন না স্থানীয় নেতারা। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বিগত সময়ে বেশ কয়েকটি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন। ৫ জানুয়ারির নির্বাচন শেষে জ্বালাও-পোড়াও এবং গাড়ি অগ্নিসংযোগের মামলায় জেল খেটেছেন। একইভাবে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ১৭টি মামলার আসামি হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। কয়েকটি মামলায় উচ্চআদালত থেকে আগাম জামিন নিলেও হুলিয়া মাথায় নিয়ে রাজপথে রয়েছেন সক্রিয়। কেন্দ্রীয় কোনো পদে নেই তিনি। তাদের মতো ত্যাগী নেতাদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সাংগঠনিকভাবে মূল্যায়ন করা জরুরি বলে মনে করেন এখানকার তৃণমূলের নেতারা। এবারের কাউন্সিলে তাদের যথাযথ পদায়ন হোক—এটাই প্রত্যাশা চট্টগ্রাম বিএনপির বেশিরভাগ নেতা-কর্মীর।

সর্বশেষ খবর