বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাতায়াতে সময় কমছে ৫০ মিনিট

২২ ফেব্রুয়ারি কার্যকর

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাতায়াতে সময় কমছে ৫০ মিনিট

ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনে সুফল পেতে যাচ্ছেন ট্রেন যাত্রীরা। সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের গতি বাড়ছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এসব ট্রেনের যাত্রীরা ৫০ মিনিট আগে চট্টগ্রামে এবং ৩০ মিনিট আগে ঢাকায় পৌঁছবেন বলে জানান পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ মকবুল আহম্মদ। এ লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গোধূলীসহ আরও বেশ কয়েকটি ট্রেনের রানিং টাইম কমিয়ে আনা হয়েছে। রেল সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকা-কমলাপুর স্টেশনে পৌঁছবে। আগে একই সময়ে ছেড়ে দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাত। একইভাবে বিকাল ৩টায় ঢাকা স্টেশন ত্যাগ করে রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে সাড়ে ৮টায় চট্টগ্রাম  পৌঁছাবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি ট্রেনের সময় সূচির পরিবর্তন ও গতি বাড়ছে। এগুলোর মধ্যে বিজয় এক্সপ্রেস ট্রেন রাজাপুর-আখাউড়া সেকশনে, মহাগর গোধূলী ট্রেন কুমিল্লা-ঢাকা সেকশনে, মহানগর প্রভাতী ট্রেন আখাউড়া-চট্টগ্রাম সেকশনে, উপকূল এক্সপ্রেস (৭১২ নং) ট্রেন কসবা-কুমিল্লা সেকশনে, উপকূল এক্সপ্রেস (৭১১ নং) ট্রেন ১২টা ৩০ মিনিটের পরিবর্তে ১২টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট-চট্টগ্রাম সেকশনে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ইজ্জতপুর-ঢাকা সেকশনে সময়সূচি আংশিক পরিবর্তন করা হচ্ছে।

সর্বশেষ খবর