শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বর্ণিল আয়োজনে রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের পুনর্মিলনী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই দিনব্যাপী এ পুনর্মিলনী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের মহাপরিচালক ড. মো. নেহাল উদ্দিন ও নারিশ হ্যাচারি অ্যান্ড পোলট্রির কনসালট্যান্ট নুরুল মো. কায়সার। বিভাগের সভাপতি ও পুনর্মিলনী ২০১৬ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক অধ্যাপক হামিদুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর