রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মাহফুজের মামলা মানা যায় না : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গত রাতে রাজধানীর তোপখানা  রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলনের শিক্ষা ও ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঐক্যবদ্ধ ছাত্রসমাজের নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে। আজম রূপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। ড. কামাল বলেন, এতগুলো মামলা কেন করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এসব মামলার ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানাচ্ছে। সংবিধানে স্পষ্টতার বিষয়টি উল্লেখ করে ড. কামাল বলেন, সংবাদপত্রে বাকস্বাধীনতার গ্যারান্টি দেওয়া আছে। এত বছর পর মাহফুজ আনামের বিরুদ্ধে ৭১-৭২টি মামলা হয়েছে, মানুষ অলরেডি জবাব চাইতে শুরু করেছে। সারা পৃথিবীতে মামলা দায়েরের ঘটনায় আওয়াজ উঠেছে। যারা এসব মামলা করেছে এ দেশের মানুষ তাদের যথাসময়ে জবাব দেবে। এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংবিধানপ্রণেতা ড. কামাল। তিনি আরও বলেন, রাজনীতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লোভ-লালসা ত্যাগ করে এখনো সংগ্রামে আছি। আমি মন্ত্রী হব না। অতীতে আমার ফোরাম ছেড়ে যারা চলে গেছেন তারা মন্ত্রী হয়েছেন, গাড়ি-বাড়ির মালিক হয়েছেন। সম্প্রতি দেশের রাজনীতিবিদদের রাতারাতি ভাগ্যের পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, ‘এ দেশ কোনো গোষ্ঠী, ব্যক্তি বা দলের না। এ দেশটাকে দলীয়করণ করার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর