শিরোনাম
রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জেলা ছাত্রলীগের কমিটি প্রকাশ নিয়ে টালবাহানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চৌদ্দ মাস আগে কেন্দ্র থেকে রংপুর জেলা ছাত্রলীগের ১২১ সদস্যের কমিটির মধ্যে ১৩ জনের নাম ঘোষণা করা হয়। আর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত ২৯ জানুয়ারি। কেন্দ্র অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হলেও কমিটিতে যারা আছেন তারা কেউই সে তালিকা আজও হাতে পাননি। নেতাদের অভিযোগ, তালিকা প্রদান নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক টালবাহানা করছেন। বারবার চাপ দেওয়া সত্ত্বেও তারা কমিটির নেতাদের হাতে  তালিকা সরবরাহ করছেন না। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি বলেন, সুবিধাজনক সময়ে অভিষেক অনুষ্ঠান করে তালিকা প্রকাশ করা হবে। সহসভাপতি সুমন সরকার অভিযোগ করেন, ১৩ সদস্যের কমিটিতে ছিলাম এক নম্বর সহসভাপতি। পূর্ণাঙ্গ কমিটিতে নাকি আমাকে ১৫ নম্বর সহসভাপতি করা হয়েছে। আসলে আমাকে কমিটিতে রাখা হয়েছে কিনা তাও জানি না। একাধিকবার পূর্ণাঙ্গ কমিটির তালিকা চেয়েছি কিন্তু সভাপতি ও সম্পাদক তা দিচ্ছেন না। মনিরুজ্জামান তালুকদার মনির অভিযোগ করেন, আমাকে তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক করার কথা শুনছি।

সর্বশেষ খবর