মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীর সমতা দুই বছরের মধ্যে

------------- শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের উচ্চমাধ্যমিক শিক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে সমতা অর্জন সম্ভব হবে। এরপর উচ্চশিক্ষায়ও সমতা আনা সম্ভব হবে। গতকাল রাজধানীর ব্যানবেইস ভবনে আয়োজিত ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে বিশ্বমানের জ্ঞান-দক্ষতা অর্জনের বিকল্প নেই। নারীর ক্ষমতায়নে শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রাথমিক ও মাধ্যমিকে নারীর অংশগ্রহণ বেশি। মাধ্যমিকেই ৫৩ শতাংশ ছাত্রী পড়াশোনা করছে। এখন কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। আগামী ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ২০ শতাংশ ছাড়িয়ে যাবে। অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, ঢাকায় ইউনেস্কোর প্রোগ্রাম স্পেশালিস্ট কিচি ইয়াসো ও মো. মনজুর রহমান বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর