মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে ক্যারিবীয় রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

কূটনৈতিক প্রতিবেদক

বঙ্গবন্ধুকে ক্যারিবীয় রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গতকাল পুষ্পস্তবক অর্পণ করেন ক্যারিবীয় এবং লাতিন আমেরিকার রাষ্ট্রদূতরা —বাংলাদেশ প্রতিদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন ঢাকা সফররত ব্রাজিল, ডোমিনিক রিপাবলিক, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গায়ানা ও ত্রিনিদাদ টোবাগোর সাত অনাবাসি রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধানরা। গতকাল বিকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা জানান। এ সময় জাদুঘরের প্রধান নির্বাহী মাসুরা হোসাইন তাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানান এবং জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখান। পরে সব রাষ্ট্রদূতের পক্ষ থেকে ডোমিনিক রিপাবলিকের রাষ্ট্রদূত ফ্রাঙ্ক হ্যান্স ডানেনবার্গ পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন এবং সবাই স্বাক্ষর করেন। রাষ্ট্রদূতরা বইয়ে লিখেছেন, ‘বাঙালির ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। লাতিন আমেরিকা ও ক্যারিয়ান দেশগুলোর প্রত্যেকেই বাঙালির সংগ্রাম ও বঙ্গবন্ধুর নেতৃত্ব সম্পর্কে অবগত আছেন’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর