বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সর্বনিম্ন মূল্যস্ফীতি ৪১ মাসের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন কমতে কমতে ৬ শতাংশের নিচে নেমে এসেছে। ফেব্রুয়ারিতে মাস ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৬২ শতাংশ হয়েছে। জানুয়ারিতে এ হার ছিল ৬ দশমিক ০৭ শতাংশ। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বিগত ৪১ মাসের মধ্যে এটা সর্বনিম্ন মূল্যস্ফীতি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে গতকাল একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন। মন্ত্রী জানান, এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৪ দশমিক ৯৬ শতাংশ হয়েছিল। এরপর কোনো মাসে ৫ দশমিক ৬২ শতাংশের নিচে মূল্যস্ফীতি হয়নি।

সর্বশেষ খবর