বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ডেমারেজ ফি মওকুফের দাবি প্রবাসীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ রুলের আওতায় আনা আইনি জটিলতায় আটকে থাকা পণ্যের ডেমারেজ ফি মওকুফের দাবি জানিয়েছে ইউএই কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল আশরাফ চৌধুরী এ দাবি জানান। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম তালুকদার, প্রচার সম্পাদক মো. খোরশেদুল আলম, প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মঈনুল হোসাইন মঈন। সৈয়দ মুসলেহ উদ্দিন প্রবাসীদের প্রতি সহমর্মিতা ও সহনশীল হয়ে চট্টগ্রাম বিমানবন্দরের ওয়্যার হাউসের জরিমানা মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী বিভিন্ন পেশায় নিয়োজিত। বেশির ভাগই নিম্ন আয়ের হওয়ায় নিয়মিত দেশে আসতে পারেন না। পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু দ্রব্য পাঠান। কিন্তু গত চার মাস ধরে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর