সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আসছে সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আসছে সিলেট

সিলেট নগরীতে অপরাধ কার্যকলাপ ঠেকাতে উদ্যোগ নিয়েছিলেন সিটি মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী। নির্বাচিত হওয়ার পরই নগরীর ব্যস্ততম চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে বসিয়েছিলেন ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। ঘোষণা দিয়েছিলেন পর্যায়ক্রমে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনার। কিন্তু সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ হওয়ার পর তার এই উদ্যোগ থেমে যায়। তবে দেরিতে হলেও আরিফের এই উদ্যোগের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পেরেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। সিলেট নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ তারা পুনরায় শুরু করেছেন।

সিসিক সূত্রে জানা যায়, প্রথম দফায় নগরীর তালতলা পয়েন্ট (বাংলাদেশ ব্যাংকের সামনে) থেকে সুরমা মার্কেট, সিটি পয়েন্ট, বন্দরবাজার (ডাকঘরের সামনে), ধোপা দিঘীরপাড়, সোবহানীঘাট হয়ে নাইওরপুল পর্যন্ত। তা ছাড়া সিটি পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত সড়কে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সবমিলিয়ে প্রথম দফায় নগরীর প্রায় ৬ কিলোমিটার সড়ক সিসি ক্যামেরার পর্যবেক্ষণের আওতায় আসছে।

সূত্র জানায়, ক্যামেরা বসানোর কাজ দু-একদিনের মধ্যে শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর