বুধবার, ২৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পোশাকশিল্পে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে

সেমিনারে কানাডার হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প সবুজ কারখানার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কানাডা যৌথভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বেনোইত পিয়েরে লারামি। বাংলাদেশের পোশাকশিল্পের নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতায় সবুজ কারখানা স্থাপন ভালো উদ্যোগ। গতকাল কারওয়ান বাজার বিজিএমইএ ভবনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন কানাডিয়ান হাইকমিশনার। ‘সবুজ তৈরি পোশাকশিল্প-সামাজিক দায়বদ্ধতা ও বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি—বিজিএমইএ ও ঢাকার কানাডিয়ান হাইকমিশন। এতে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, ঊর্ধ্বতন সহ-সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি—বিইউএফটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আইয়ুব নবী খান প্রমুখ।

সেমিনারে হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা অতীতে একসময় সবুজ ছিলাম। কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে সে সবুজ শিল্প আমরা হারিয়েছি। এখন আমরা সবুজ শিল্প কারখানা স্থাপনের চেষ্টা করছি। বাংলাদেশ সবুজ কারখানা স্থাপনে এগিয়ে যাচ্ছে। তবে আবার সবুজ কারখানায় ফিরে যাওয়া কঠিন।

সর্বশেষ খবর