বুধবার, ২৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আন্তসরকার কমিশন করছে ঢাকা-মস্কো

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতা সুষ্ঠুভাবে সম্পাদন ও নিয়মিত আলোচনার জন্য আন্তসরকার কমিশন গঠন হচ্ছে। এ বিষয়ে গতকাল চুক্তির কাঠামো চূড়ান্ত করেছেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা। আগামী জুনে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরফের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হবে। দুই সরকারের এ কমিশন মূলত বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে কাজ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর একটি ঐতিহাসিক রাষ্ট্রীয় অতিথিশালায় বাংলাদেশ ও রাশিয়া ফেডারেশনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার প্লাটফরম ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর