শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬ ০০:০০ টা

‘একাত্তরের গণহত্যা আন্তর্জাতিক দলিলে স্বীকৃত না হওয়া দুঃখজনক’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে গণহত্যাগুলোর মধ্যে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা সবচেয়ে ভয়াবহ হলেও আন্তর্জাতিক দলিলে এটি স্বীকৃত না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণহত্যা গবেষণা কেন্দ্র আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, গণহত্যা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর